তৃতীয়বারের মত এশিয়া কাপের ফাইনাল মঞ্চে স্বপ্নভঙ্গ হল বাংলাদেশ ক্রিকেট দলের। ২০১২, ২০১৬-এর পর ২০১৮ তে শিরোপা হাতছাড়া বাংলাদেশের। শিরোপা হাতে না উঠলেও বাংলাদেশ দলের প্রশংসায় পঞ্চমুখ সাবেক ক্রিকেট বোদ্ধরা। এবার বাংলাদেশের জন্য স্পেশাল বার্তা দিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। খবর এনডিটিভির।
কোহলি তার টুইটারে বলেন, কঠিন লড়াইয়ের জন্য অভিনন্দন বাংলাদেশ। গতকাল শুক্রবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচের পর তিনি টুইট করে এ বার্তা দেন।
টুইটে তিনি ভারতীয় দলের পারফর্মেন্সেরও প্রশংসা করেন। বিশ্রামের কারণে এশিয়া কাপ থেকে দূরে ছিলেন ভারতীয় এ অধিনায়ক।
উল্লেখ, গতকাল টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাটিংয়ে নেমে ৪৮.৩ ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২২ রান। জবাবে ৫০ ওভার খেলে ৩ উইকেটে জিতে যায় ভারত।
ইত্তেফাক/এসআর