দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক দ্যা সিটি ব্যাংক লিমিটেড ও প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে এমপ্লয়িজ ব্যাংকিং সুবিধা বিষয়ক একটি চুক্তি সই হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিপত্র স্বাক্ষর হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দ্যা সিটি ব্যাংক লিমিটেড।
এতে বলা হয়েছে, সিটি ব্যাংক লিমিটেড ও প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে এমপ্লয়িজ ব্যাংকিং সুবিধা বিষয়ক একটি চুক্তি সই হয়েছে। অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর. কে. হুসেইন এবং প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় এখন থেকে প্রাণ-আরএফএল গ্রুপকে এমপ্লয়িজ ব্যাংকিং সুবিধা দেবে দ্যা সিটি ব্যাংক লিমিটেড।
ইত্তেফাক/কেকে