ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় রড বোঝাই ট্রাক ছিনতাইকালে হেলপারকে হত্যা করেছে ছিনতাইকারীরা। এই ঘটনায় চালককে কুপিয়ে আহতও করা হয়েছে। গতকাল বুধবার রাত ১টায় মহাসড়কের চান্দিনা উপজেলাধীন দোতলা-দাড়িয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। আজ দুপুর ১২টায় ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ মহাসড়কের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত ট্রাক হেলপার মোঃ তোফয়েল হোসেন (২৫) কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাজাপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। আহত ট্রাক চালক খোরশেদ আলম একই জেলার চান্দিনা উপজেলার ছায়কোট-তুলাতলী গ্রামের আঃ আজিজের ছেলে। তিনি বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চান্দিনা থানার প্রধান কর্মকর্তা মুহাম্মদ শামসুল ইসলাম জানান, কুমিল্লা সফিউল স্টিল কোম্পানী থেকে রড বোঝাই ট্রাকটি ঢাকা যাচ্ছিল। পথে দোতলা- দাড়িয়াপুর এলাকায় পৌঁছুলে ছিনতাইকারীদের কবলে পড়ে। এ সময় ছিনতাইকারীরা হেলপারকে হত্যা করে এবং চালককে গুরুতর আহত করে রড বোঝাই ট্রাকটি নিয়ে যায়। পরে ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ আটক করেছে বলে শুনেছি।
ইত্তেফাক/নূহু