চট্ট্রগ্রামের সীতাকুণ্ডে অটো রি-রোলিং মিলে বয়লার বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় কুমিরা ইউনিয়নস্থ মাজার গেইট সংলগ্ন গোল্ডেন ইস্পাত অটো রি-রোলিং মিলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত সদ্ধীপ থানার কাছিয়াপাড় গ্রামের বদিউল আলমের ছেলে মো. সোহাগ (২৭) এবং গাইবান্ধা জেলার ফুলতলা গ্রামের আজিজ উদ্দিনের ছেলে মো. শামীম (২৪) কে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অপরজন নেত্রকোনা জেলার আটপাড়া থানার মুনছুরপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে মো: মিজানকে (৩২) আল আমিন হাসপাতালে ভর্তি করা হয়।
কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল্লাহ হারুণ পাশা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
এদিকে গোল্ডেন ইস্পাতের এমডি ও সাবেক সিটি মেয়র মনঞ্জুরুল আলম দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, আহত ব্যক্তিরা সকলে সুস্থর দিকে আছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি অপারেশন মো. জাব্বারুল ২ জন শ্রমিক আহতের কথা স্বীকার করেন।
ইত্তেফাক/বিএএফ