জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে পুলিশ ও বিজিবি তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, শনিবার রাতে পাঁচবিবি-হিলি সড়কের আটাপাড়া রেলগেট এলাকা থেকে মাদক সেবনকারী জয়পুরহাট সদর উপজেলার চকভারুনিয়া গ্রামের আব্দুল আলিম (৪২), নতুনহাট গ্রামের রাব্বি প্রধান (২৪) ও মনোয়ার হোসেন প্রধান (৩৭), আমাইল বটতলা এলাকা থেকে কালাই থানার রাব্বাী হাসান (২৬), মো. সাখিল (২৮), শেকটা গ্রামের জাবেদ হোসেন (২৭), শাজাহান আলী সাজু (২৫), এনামুল হক (২৮) এবং বিজিবি কয়া ক্যাম্পের সদস্যরা ভূঁডোবা এলাকা থেকে আড়াই লিটার তরল ফেনিসিডিলসহ হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের মো. রানা (২৬) ও মো. পল্লবকে (২৭) আটক করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ