ওসমানীনগরে নৌকা মার্কার সমর্থনে দলীয় সভায় বক্তব্য শেষ করেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আওয়ামী লীগ নেতা ইছবর উল্লাহ (৬৫)। শনিবার রাতে উপজেলার উমরপুর ইউপির মাটিহানি গ্রামের যুবলীগ নেতা এমদাদ খানের বাড়িতে এ ঘটনা ঘটে।
ইছবর উল্লাহ ওসমানীনগর উপজেলার উমরপুর ইউপির মাটিহানি গ্রামের মৃত কুরপান উল্লাহ ছেলে এবং একই ইউনিয়নের ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার উমরপুর ইউপির মাটিহানি গ্রামের যুবলীগ নেতা এমদাদ খানের বাড়িতে ওয়ার্ড আওয়ামী লীগের সভায় যোগ দিয়ে বক্তব্য দেন ইছবর উল্লাহ। বক্তব্য শেষে সভা চলাকালীন ইছবর উল্লাহ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, হার্টফেল তার মৃত্যু হয়েছে।
রোববার বেলা ২টায় মাটিহানি-হাবশপুর শাহী ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ইছবর উল্লাহর লাশের দাফন সম্পন্ন করা হয়েছে।
এদিকে তার আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং আওয়ামী লীগ পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/বিএএফ