কমলনগরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের জনসভা ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা, গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার দাবিতে স্থানীয় ভুলুয়া নদী খনন ও দখল মুক্ত করা, মেঘনা নদী ড্রেজিং এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের ৩৮ তম প্রতিষ্ঠা বাষির্কী ও মহান রুশ বিপ্লবের ১০১ তম বাষির্কী উপলক্ষ্যে রবিবার বিকাল ৪টায় উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ প্রঙ্গণে জনসভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে একটি বর্ণাঢ্য লাল পতাকা মিছিল উপজেলা বাসদ কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদর হাজিরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসভা স্থলে এসে শেষ হয়।
কমলনগর উপজেলা আহ্বায়ক এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বামগণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড আব্দুর রাজ্জাক, দলের কেন্দ্রীয় পাঠচক্রের সদস্য নোয়াখালী জেলা কমিটির সদস্য সচিব কমরেড খায়ের ইমতিয়াজ মাসউদ দাউদ কমরেড নিখিল দাস জেলা কমিটির সদস্য এডভোকেট মিলন মন্ডল। স্থানীয় নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সদস্য সচিব কমরেড ইব্রাহীম খলিল সদস্য আবুল বাশার বেলায়েত হোসেন হিরণ ইকবাল হোসেন ও ফিরোজ আলম।
ইত্তেফাক/এমআই