নৌবাহিনীর অনুশীলনের সময় গত সপ্তাহে হরমুজ প্রণালীতে স্বল্প পাল্লার জাহাজ বিধ্বংসী মিসাইল পরীক্ষা করেছে ইরান । যুক্তরাষ্ট্রের ধারণা, এর মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটা বার্তা দিতে চাচ্ছে।
ইরানের রেভ্যুলুশনারি গার্ড নিশ্চিত করেছে তারা গত কিছুদিন ধরে উপসাগরীয় এলাকায় ‘ওয়ারগেম’ খেলছে। শত্রুদের সম্ভাব্য হুমকি মোকাবিলার জন্য এই পদক্ষেপ নিয়েছে ইরান।
যুক্তরাষ্ট্রের জেনারেল জোসেফ ভোটেল বলেছেন, ইরান যে ধরনের সামরিক অনুশীলন চালাচ্ছে তা আগেও চালিয়েছে তবে এবারের অনুশীলনের লক্ষ্য যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করা। নিজেদেরও কিছু ক্ষমতা আছে তা দেখাতে চাচ্ছে ইরান। পেন্টাগনে রিপোর্টারদের কাছে একথা বলেন, ভোটেল।
ইরান পরমাণু চুক্তি ভেঙে দেওয়া এবং তেহরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষিপ্ত ইরান।
ইরানের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, তাদের তেল রপ্তানিতে বাধা সৃষ্টি করলে তারা তা সহজভাবে নেবে না। গত মাসে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, দেশটির তেল রপ্তানিতে বাধা দেওয়া হলে তারা পুরো মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বন্ধ করে দেবে।
ইত্তেফাক/ জেআর