সিরিয়ায় আকাশ প্রতিরক্ষা করতে সম্প্রতি রাশিয়ার সরবরাহ করা এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ইসরাইলের গোপন যোদ্ধারা পরাজিত করতে পারে। বুধবার ইসরাইলের এক মন্ত্রী এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, চাইলে আমরা এ ক্ষেপণাস্ত্রকে ভূপতিতও করতে পারি।
এদিকে মঙ্গলবার মস্কো জানিয়েছে যে, ইতোমধ্যেই ক্ষেপণাস্ত্র এস-৩০০ সরবরাহ করা হয়েছে।
গত মাসে সিরিয়ার বাহিনী ইসরাইলের এক জেট বিমানে হামলা চালানোর সময় রাশিয়ার এক গোয়েন্দা বিমান ভূপতিত হয়। এ ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে পরোক্ষ অভিযোগ করে রাশিয়া। এরপরই এ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
দামেস্ক ও মস্কো জানিয়েছে, এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সিরিয়ার অস্ত্র ভাণ্ডারে একটি ব্যাপক প্রতিরোধক হিসেবে যুক্ত হয়েছে। ইসরাইল ও ওয়াশিংটন উভয়ে সিরিয়ায় এস-৩০০ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরোধীতা জানিয়েছে। -হারেৎস ও রয়টার্স
ইত্তেফাক/ জেআর