২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত সেলফি তুলতে গিয়ে ২৬৯ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি এমনটি জানিয়েছে এক গবেষণা। খবর বিবিসির।
ঝুঁকিপূর্ণ ভবন, উঁচু পাহাড়, চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে এসব মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গবেষণাটি।
গবেষণাটি বলছে, এ বছর জুলাই মাসে গভিন জিম্মারম্যান (১৯) নামে সেলফি তুলতে গিয়ে খাঁদে পড়ে মারা যায়। টমার ফ্রাঙ্কফারটার নামে অন্য এক ব্যক্তি সেলফি তুলতে গিয়ে ২৫০ মিটার থেকে পড়ে নিহত হয়। গবেষণাটি সম্পন্ন করতে এসব তথ্য সংরক্ষণ করা হয় বলে জানানো হয়।
সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনায় এগিয়ে আছে ভারত, রাশিয়া এবং আমেরিকা। আর এসবের মধ্যে ৭২.৫ শতাংশ হচ্ছে পুরুষ। তবে গবেষণায় বলা হয় সেলফি তুলতে গিয়ে মৃত্যুর হার বর্তমানে অনেক বাড়ছে।
গবেষকদের দাবি, সেলফির কারণে মৃত্যুর পরিমাণ আরও বেশি। সেলফি তুলতে গিয়ে মৃত্যু হলেও অনেক ক্ষেত্রে সেটা প্রকাশ্যে আসে না।
ইত্তেফাক/এসআর