কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলায় আক্রান্ত হয়ে দুই শতাধিক লোকের মৃত্যু হয়েছে।গতকাল শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই ভাইরাসে ২০১ জন মারা গেছে বলে তাদের কাছে তথ্য আছে। আগস্ট মাসে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এখন পর্যন্ত ২৯১ জন আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের অর্ধেক নর্থ কিভু অঞ্চলের বেনি শহরের। শহরটিতে প্রায় ৮ লাখ লোকের বাস।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওলি ইলুঙ্গা বলেন, এই রোগ প্রতিরোধকারী দলের সদস্যদের শারীরিকভাবে হামলা, তাদের সরঞ্জামাদি ধ্বংস ও অপহরণ করা হয়।
তিনি আরো বলেন, এমনকি আমাদের র্যাপিড রেসপন্স মেডিকেল ইউনিটের দুই সহকর্মীকে মেরে ফেলা হয়েছে।
১৯৭৬ সালে কঙ্গোতে প্রথম ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।
ইত্তেফাক/এসআর