বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে যেতে ক্যালিফোর্নিয়ার নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প বলেন, যত দ্রুত সম্ভব আপনারা বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যান।
ট্রাম্প আরো বলেন, ক্যালিফোর্নিয়ার দাবানল দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। তাই আপনারা বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যান। দমকল কর্মীদের কথা শুনুন। এসব কথা নিজের টুইটারে বলেন মার্কিন এই প্রেসিডেন্ট।
ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। ইতিমধ্যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্যারাডাইজ শহরের বেশীরভাগ অংশ পুড়ে ছাই হয়েছে বলে দেশটির তরফ থেকে বলা হয়েছে। নিহতের সংখ্যাও বেড়ে ২৫-এ দাঁড়িয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
ইতিমধ্যে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয়াবহ এই দাবানলের জন্য ইতিমধ্যে দেশটির দুর্বল বন ব্যবস্থাপনাই দায়ী বলে অভিযোগ করেন।
ইত্তেফাক/এসআর