আগামীকালই ভারতের ছত্তিশগড় রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচন। ঠিক তার আগের দিন ছত্তিশগড়ের অন্তগড় গ্রামের সাতটি জায়গায় বোমা বিস্ফোরণ ঘটালো মাওবাদীরা। নিরাপত্তা বাহিনীর সাথে এখনও থেমে থেমে বন্দুকযুদ্ধ চলছে তাদের।
রবিবার রাজধানী রায়পুর থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত কাঙ্কের জেলার অন্তগড় গ্রাম ঘিরে ফেলে পুলিশ বাহিনী। পরে তাঁদের সঙ্গে আক্রমণে যোগ দেয় বিএসএফও।
পুলিশ জানায়, গ্রামের অন্তত সাতটি জায়গায় আইইডি পুঁতে রেখেছিল মাওবাদী। বিস্ফোরণে বিএসএফ জওয়ান মহিন্দার সিং নিহত হন।
এছাড়াও নিরাপত্তাবাহিনী এবং মাওবাদীদের মধ্যে তীব্র গুলির লড়াই চলছে বিজাপুরে। একজন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেফতার করা হয়েছে একজনকে। আগামীকালের প্রথম দফা ভোটের আগে প্রায় এক লক্ষ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে ছত্তিশগড়ে। তার মধ্যেই এ ঘটনা ঘটায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজ্যটিতে।
ইত্তেফাক/টিএস