ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। এই প্রথম বিশ্বকাপ ফাইনালে উঠেছে দেশটি। গোটা দেশ আনন্দে ভাসছে। ফাইনালে খেলতে হবে ফ্রান্সের সঙ্গে।
দেশের ফুটবল আবেগ কোন জায়গায় পৌঁছে গেছে তা বোঝানো মুশকিল। মন্ত্রীরাও বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। বৃহস্পতিবার ক্রোয়েশিয়া সরকারের মন্ত্রীসভার বৈঠক ছিল। সেখানে প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ থেকে বাকি মন্ত্রীরা জাতীয় দলের জার্সি পরেই বৈঠকে যোগ দেন।
প্রধানমন্ত্রী প্লেনকোভিচ বলেছেন, ‘মস্কোতে যা ঘটেছে তা ভাষায় বোঝানো যাবে না। গোটা বিশ্বের কাছে আমরা একটা বার্তা রাখতে পেরেছি। একটা বড় হৃদয় থাকলে ছোট দেশও অনেককিছু করে দিতে পারে। দেশের ফুটবল দল সেটাই প্রমাণ করল।’
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্ডা গ্রাবার কিতারোভিচ কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে হাজির ছিলেন রাশিয়ায়। ভিআইপি বক্সে জাতীয় দলের জার্সি গায়ে ফুটবলারদের সমর্থন দিয়ে গেছেন। এমনকি লকার রুমে গিয়েও ফুটবলারদের সঙ্গে বিজয়োৎসবে সামিল হয়েছিলেন দেশের প্রেসিডেন্ট।
দেশের জনসংখ্যা মাত্র ৪.৩ মিলিয়ন। তারাই চলে গেছে বিশ্বকাপ ফাইনালে। ১৯৯৮ সালে ক্রোয়েশিয়া সেমিফাইনালে হেরেছিল ফ্রান্সের কাছে। ২০ বছর পর সুযোগ এসেছে বদলা নেওয়ার।
ইত্তেফাক/ইউবি